ফুলগুলো দেখে খুবই সুন্দর লাগে ।
একে অপরের সাথে যেন জড়িয়ে থাকে।
ঠিক জেনো ভালোবাসার আগেবি গল্প।
আজ আমি একটি চা দোকানদার এর গল্প বলবো।
নতুন চা এর দোকান খুলেছে সে।
ভালো মতো চা বানাতে জানে না সে তাই
দোকানে তেমন কোন বেঁচা কিনি নাই।
আবার দোকানে ডেগারেশন তেমন ভালো না।
এমন কি তার আপনজন তারা ও আনো সব দোকানে
চা পান করতে যায়।
আবার সেই দোকান খুলেছে সে এমন জায়গায়
যেখানে তেমন কোন লোকজন নেই।
যা আছে তাও খুবই কম।
লোকজন না আসলে কাজ না করলে ভালো চা সে
বানাবে কি করে।
একটি মন্তব্য পোস্ট করুন